‘বর্তমান তরুণ প্রজন্ম ও ছাত্রছাত্রীরাই বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ। সেই ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার জন্য আমরা আশা করব, খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে একটি সুশৃঙ্খল জাতি ও সুন্দর সমাজ গড়ে উঠবে।’
রবিবার রাতে চট্টগ্রাম নগরীর দেওয়ানহাট রেললাইন সংলগ্ন সিটি করপোরেশনের প্রস্তাবিত খেলার মাঠে মরহুম সাগের আহমদ স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আনোয়ারা উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য ইমরান এমি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মরহুম সাগের আহমদ স্মৃতি সংসদের চেয়ারম্যান মো. সাদ্দাম হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন সুমন চৌধুরী ফরহাদ, আনোয়ারুল আজিম অনন, মো. মনির, মো. সাইমন, মো. রনি, মো. সোলাইমান পাবেল, মো. ফারুক প্রমুখ।
টুর্ণামেন্টের খেলা অনুষ্ঠিত হয় দেওয়ানহাট এক্টিভ বয়েজ ও মিস্ত্রিপাড়া জুনিয়র বয়েজ দলের মাঝে। উত্তেজনাপূর্ণ খেলায় নির্ধারিত সময়ে গোল না হওয়ায় ম্যাচের ফয়সালা গড়ায় পেনাল্টিতে। এতে ৩-২ গোলে জয়লাভ করে মিস্ত্রিপাড়া জুনিয়র বয়েজ। টুর্ণামেন্টে ‘ম্যান অফ দ্যা ম্যাচ’ নির্বাচিত হন বিজয়ী দলের খেলোয়াড় মো. জিসান।