রবিবার, ০৯ মার্চ ২০২৫, ০৯:৩৯ অপরাহ্ন

ছাত্রদলের ৯ সদস্যের কমিটিতে ৭ জনই নারী

নিজস্ব প্রতিবেদক ::
  • শনিবার, ১ মার্চ, ২০২৫
ছাত্রদলের ৯ সদস্যের কমিটিতে ৭ জনই নারী

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড় ডিগ্রি কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটিতে নারীদের অংশগ্রহণ আলোড়ন সৃষ্টি করেছে। ৯ সদস্যের আংশিক কমিটিতে ৭ জনই নারী। যা স্থানীয় রাজনীতিতে নতুন দিগন্তের সূচনা করেছে।

গতকাল শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহিনুর রহমান শাহিন ও সদস্য সচিব সমীর চক্রবর্তী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে কনিকা আক্তারকে সভাপতি এবং দেওয়ান নুসরাতকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। সিনিয়র সহ-সভাপতি পদে পুষ্পা আক্তার, সহ-সভাপতি পদে আয়েশা সিদ্দিক পান্না ও মুক্তা আক্তার স্থান পেয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন নুসরাত জাহান তনু ও নাজনীন আক্তার।

পুরুষ সদস্যদের মধ্যে যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর মিয়া ও সাংগঠনিক সম্পাদক মো. ইকবাল হোসেন রয়েছেন।

নবনির্বাচিত সভাপতি কনিকা আক্তার বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে নারীদের ভূমিকা বরাবরই গুরুত্বপূর্ণ। তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে নারীরাও রাজপথে সক্রিয় ভূমিকা রাখছে।

সাধারণ সম্পাদক দেওয়ান নুসরাত বলেন, ছাত্ররাজনীতিতে নারীদের এমন অগ্রগামী ভূমিকা আমাদের উৎসাহিত করেছে। আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সামনের সারিতে থাকতে চাই।

জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী বলেন, ছাত্রদলে নারী নেতৃত্বকে এগিয়ে আনার নির্দেশনা রয়েছে কেন্দ্রীয় নেতাদের। নাসিরনগরে মেয়েদের অংশগ্রহণ আমাদের প্রত্যাশার চেয়েও বেশি।

নাসিরনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বশির উদ্দিন তুহিন বলেন, নারীরা আর পিছিয়ে নেই। তারা রাজনীতিতে নিজেদের অবস্থান তৈরি করছে। দলের সর্বস্তরে নারী নেতৃত্বকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর