রবিবার, ০৯ মার্চ ২০২৫, ০৯:৪০ অপরাহ্ন

এতিম ও ছিন্নমূল রোজাদারদের জন্য মাসব্যাপী ইফতারের উদ্বোধন করলেন চসিক মেয়র ডা:শাহাদাত

নিউজ ডেস্ক
  • সোমবার, ৩ মার্চ, ২০২৫
নগরীর ছিন্নমূল মানুষের জন্য বিনামুল্যে মাসব্যাপী ইফতার ও সেহরির আয়োজন করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। চট্রগ্রাম সিটি কর্পোরেশনের সারবিক সহযোগীতায় এই আয়োজন চলবে পুরো রমজান মাস ব্যাপী। নগরীর ঐতিহাসিক বিপ্লব উদ্যানে এই আয়োজন আজ বিকেল সাড়ে ৫ টায় উদবোধন করেন সিটি মেয়র। সেখানে প্রথমদিন প্রায় ৬০০ শতাধিক মানুষ ইফতার করে। এছাড়াও সিআরবি ও চট্রগ্রাম রেলওয়ে স্টেশনেও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ করে বিদ্যানন্দের স্বেচ্ছাসেবীরা। সিটি মেয়র তার বক্তব্যে বলেন "বিদ্যানন্দ ফাউন্ডেশন সবসময় ভাল কাজ করে। সিটি কর্পোরেশন তাদের সব ভাল কাজের পাশে আছে ও ভবিষ্যতেও থাকবে। তিনি আশা করেন বিদ্যানন্দ ফাউন্ডেশনের মতো সমাজের অন্যান্য বিত্তবান মানুষেরাও যাতে ছিন্নমূল মানুষদের পাশে দাঁড়ায়" বিদ্যানন্দ ফাউন্ডেশনের গভর্নিং বডির সদস্য জামাল উদ্দিন বলেন "সাম্য ও ভ্রাতৃত্বের আহবান নিয়ে প্রতি বছর পবিত্র রমজান মাস আমাদের সামনে হাজির হলেও ধনী দরিদ্রের বৈষম্য রয়ে যায়। তাই ইফতার ভাংগার মুহুর্তে সেই বৈষম্যও ভাংগার প্রচেষ্টার অংশ হিসেবে এই ধরনের আয়োজন আমরা করে থাকি। সারাদেশে লক্ষাধিক ছিন্নমূল রোজাদারকে ইফতার ও সেহরি খাওয়াব আমরা। চট্রগ্রামে প্রতিদিন ১০০০ মানুষ বিনামুল্যে সেহরি ও ইফতার পাবেন বিপ্লব উদ্যান,সিআরবি সহ বিভিন্ন নিম্ন আয়ের এলাকায়" এতিম ও ছিন্নমূল রোজাদারদের জন্য মাসব্যাপী ইফতারের উদবোধন করলেন চসিক মেয়র ডা:শাহাদাত

নগরীর ছিন্নমূল মানুষের জন্য বিনামুল্যে মাসব্যাপী ইফতার ও সেহরির আয়োজন করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। চট্রগ্রাম সিটি কর্পোরেশনের সারবিক সহযোগীতায় এই আয়োজন চলবে পুরো রমজান মাস ব্যাপী।

নগরীর ঐতিহাসিক বিপ্লব উদ্যানে এই আয়োজন আজ বিকেল সাড়ে ৫ টায় উদবোধন করেন সিটি মেয়র। সেখানে প্রথমদিন প্রায় ৬০০ শতাধিক মানুষ ইফতার করে। এছাড়াও সিআরবি ও চট্রগ্রাম রেলওয়ে স্টেশনেও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ করে বিদ্যানন্দের স্বেচ্ছাসেবীরা।

সিটি মেয়র বলেন, “বিদ্যানন্দ ফাউন্ডেশন সবসময় ভাল কাজ করে। সিটি কর্পোরেশন তাদের সব ভাল কাজের পাশে আছে ও ভবিষ্যতেও থাকবে। তিনি আশা করেন বিদ্যানন্দ ফাউন্ডেশনের মতো সমাজের অন্যান্য বিত্তবান মানুষেরাও যাতে ছিন্নমূল মানুষদের পাশে দাঁড়ায়”

বিদ্যানন্দ ফাউন্ডেশনের গভর্নিং বডির সদস্য জামাল উদ্দিন বলেন “সাম্য ও ভ্রাতৃত্বের আহবান নিয়ে প্রতি বছর পবিত্র রমজান মাস আমাদের সামনে হাজির হলেও ধনী দরিদ্রের বৈষম্য রয়ে যায়। তাই ইফতার ভাংগার মুহুর্তে সেই বৈষম্যও ভাংগার প্রচেষ্টার অংশ হিসেবে এই ধরনের আয়োজন আমরা করে থাকি। সারাদেশে লক্ষাধিক ছিন্নমূল রোজাদারকে ইফতার ও সেহরি খাওয়াব আমরা। চট্রগ্রামে প্রতিদিন ১০০০ মানুষ বিনামুল্যে সেহরি ও ইফতার পাবেন বিপ্লব উদ্যান,সিআরবি সহ বিভিন্ন নিম্ন আয়ের এলাকায়।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে মেয়র মহোদয়ের একান্ত সচিব মারুফুল হক মারুফ,সৃজনশীল প্রকাশক পরিষদ সভাপতি সাহাবুদ্দিন বাবু,পাচলাইশ থানার ওসি জনাব মো: সোলেমান সহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর