নগরীর উত্তর কাট্টলী ওয়ার্ড বিএনপির উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে হতদরিদ্র অসহায় মানুষের মাঝে ১ হাজার পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শনিবার (১ মার্চ) নগরীর কর্ণেল স্কয়ারে ১০ নং উত্তর কাট্টলী ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব রফিক উদ্দিনের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল আলম মঞ্জু।
তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর হতদরিদ্র মানুষের মাঝে প্রকাশ্যে কোন ত্রাণ সামগ্রী,ইফতার সামগ্রী সহ কোন অনুদান দিকে পারিনি। স্বৈরাচারী হাসিনার দোসররা আমাদের সকল কর্মসূচীগুলোতে বাঁধা দিয়ে আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেফতার করেছে। হতদরিদ্র মানুষের অনুদানে বাঁধা সৃষ্টি করেছিল বলেই সবাই অনুদান থেকে বঞ্চিত হয়েছিল। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও চট্টগ্রাম ৪ সংসদীয় আসনের অভিভাবক বিএনপির সাবেক যূগ্ম মহাসচিব আসলাম চৌধূরীর নির্দেশনায় অসহায় হতদরিদ্র মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিতে। আগামী আরো বৃহৎ আকারে হতদরিদ্র পরিবারের মাঝে সাহায্য দেওয়া হবে।
বক্তব্য রাখেন আকবরশাহ থানা বিএনপির সাবেক সভাপতি মাইনুদ্দিন চৌধুরী মাইনু, আইয়ুব খান, সেলিম উদ্দিন, আব্বাস রশিদ, শামশুল আলম, কুতুব উদ্দিন চৌধূরী, আলাউদ্দিন, নাজিম উদ্দিন চৌধুরী, বাবুল কোস্পানী, শওকত আলী, সোজা উদ্দিন, মিনহাজ উদ্দিন, শহিদুল ইসলাম সমু, রাসেল, আলী হোসেন ছোটন, হারুন উর রশিদ, হায়াতুল ইসলাম, আব্বাস, তৌহিদুল ইসলাম, সোহেল, মহসিন আহমেদ তৌসিফ, শহিদ, আশরাফ আলী, হানিফ, বেলায়েত প্রমূখ।