রবিবার, ০৯ মার্চ ২০২৫, ০৯:৪০ অপরাহ্ন

বিএনপির রাজনীতি জনগণের কল্যাণে নিবেদিত : আবুল হাশেম বক্কর

নিজস্ব প্রতিবেদক ::
  • শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫

চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, বিএনপি কথামালার রাজনীতি করে না। বিএনপির রাজনীতি জনগণের কল্যাণে নিবেদিত। সরকারে না থেকেও বিএনপি নেতাকর্মীরা মানুষের পাশে যেভাবে থাকছেন, তা নজিরবিহীন। আওয়ামী লীগ বিগত ১৫ বছরে লিপ সার্ভিস ও ফটোসেশনের রাজনীতি করেছে। দুর্নীতি, লুটপাট, তাঁবেদারি ও জনগণের অধিকার হরণ করেছে। আওয়ামীলীগ রাজনীতির নামে অভিনয় করে জনগণের সঙ্গে প্রতারণা করেছে। তাই আওয়ামী লীগের রাজনীতির কবর রচিত হয়েছে। জনগণকে কবর দিতে গিয়ে আওয়ামী লীগ নিজেরাই কবরে ঢুকেছে। তারা গণশত্রু ও গণহত্যাকারী। লুটপাটকারীদের জয়াগা বাংলাদেশের রাজনীতির ময়দানে আর হবে না।

তিনি প্রতিটি পাড়া মহল্লায় সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিএনপি নেতাকর্মী ও বিত্তবানদের প্রতি আহ্বান জানান।

আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) বিকালে নগরীর দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড অফিস সংলগ্ন স্কুল মাঠে আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে বিএন‌পির ভারপ্রাপ্ত চেয়ারম‌্যান তা‌রেক রহমা‌নের নি‌র্দেশনায় দ‌ক্ষিন বাক‌লিয়া ওয়া‌র্ডের সু‌বিধা ব‌ঞ্চিত মানু‌ষের মা‌ঝে সেহেরি ও ইফতার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, জনগণের রায়ে তারেক রহমান রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে ৩১ দফার আলোকে রাষ্ট্র কাঠামো মেরামত ও জনকল্যাণে বৈপ্লবিক পরিবর্তন আনবেন। ফ্যামিলি কার্ড, সকলের জন্য চিকিৎসা, শিক্ষা, কর্মসংস্থান, বেকারভাতাসহ যুগান্তকারী পদক্ষেপ নেবেন। দুর্নীতি, লুটপাট বন্ধ করে মাঠে ঘাটে, কল কারখানায় উন্নয়ন উৎপাদনের জোয়ার সৃষ্টি করবেন।

আল্লামা আবুল খায়ের ফাউন্ডেশনের সভাপ‌তি ফয়সাল আহাম্মদের সভাপতিত্বে ও ওয়ার্ড বিএন‌পির সা‌বেক সাধারন সম্পাদক ইয়াকুব চৌধুরী না‌জিমের প‌রিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব‌্য রা‌খেন সাবেক ওয়ার্ড কাউন্সিলর ইয়াসিন চৌধুরী আসু, মহানগর বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ইউনুছ চৌধুরী হাকিম, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাজী নবাব খান, বিএনপি নেতা তাহের জামাল, আব্দুল মান্নান, মহানগর যুবদল নেতা জসিম উদ্দিন, আ‌মিন উল্লাহ, কোতোয়ালী থানা যুবদলের সাবেক সদস‌্য স‌চিব মো. হাসান, বাকলিয়া থানা মহিলা দলের সভাপতি রেজিয়া বেগম মুন্নি, রেনুকা বেগম, যুবদল নেতা ইয়াকুব খান, সানাউল কাদের চৌধুরী সানি, মো. খলিল, মো. রাশেদ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক দুলাল সওদাগর, সদস‌্য স‌চিব শামীম আহমেদ, মহানগর ছাত্রদল নেতা আব্দুল কাইয়ুম জয়, সাইফুদ্দিন কাদের চৌধুরী, নাহিদুল ইসলাম হীরা, মো. সোহেল, জসিম উদ্দিন স্বপন, মো. বাবলু, মো. সাদ্দাম, মো. শাকিল, মো. রুবেল প্রমূখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর