রবিবার, ০৯ মার্চ ২০২৫, ০৯:৪০ অপরাহ্ন

বাবা হচ্ছেন অভিনেতা পরমব্রত

বিনোদন ডেস্ক ::
  • শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০
বাবা হচ্ছেন অভিনেতা পরমব্রত

বাবা হতে চলেছেন ওপার বাংলার অভিনেতা পরমব্রত চ্যাটার্জি। সম্প্রতি সামাজিক মাধ্যমে সুখবরটি জানিয়েছেন তার স্ত্রী পিয়া চক্রবর্তী। জানা গেল, চলতি বছরেই এই তারকা দম্পতির ঘরে আসবে নতুন সদস্য।

এ প্রসঙ্গে পরমব্রতের স্ত্রী আরও জানিয়েছেন, জুন মাসেই কোলে আসতে পারে তাদের প্রথম সন্তান। এখন ৬ মাসের অন্তঃসত্ত্বা পিয়া। এদিকে ভ্যালেন্টাইন্স ডে’র পরের দিনই এমন খবরে উচ্ছ্বসিত পরমব্রতের অনুরাগীরা। যদিও পরমব্রত এখনও বিষয়টি নিয়ে মুখ খোলেননি।

২০২৩-এ অর্থাৎ দুই বছর আগে আইনি বিয়ে সারেন পরমব্রত ও পিয়া। নতুন জীবনের শুরুতে যেমন শুভেচ্ছা পেয়েছেন, তেমনই কটাক্ষের মুখেও পড়তে হয়েছিল অভিনেতাকে। বিশেষ করে, বন্ধুর প্রাক্তন স্ত্রীকে বিয়ে করার প্রসঙ্গে নানা সমালোচনা হয়েছিল। তবে সেসবকে পাশে সরিয়ে তারা ভালবাসা ও স্নেহে ভরিয়ে তুলেছিলেন নিজেদের সংসার।

প্রসঙ্গত, কিছুদিন আগেই মুক্তি পেয়েছে পরমব্রত পরিচালিত ‘এই রাত তোমার আমার’। প্রিমিয়ারে হাজির ছিলেন পিয়াও, তবে সেখানে তাকে দেখে একটুও বোঝা যায়নি যে তিনি অন্তঃসত্ত্বা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর