রবিবার, ০৯ মার্চ ২০২৫, ০৯:৪০ অপরাহ্ন

সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে সাবেক এমপি সরওয়ার জামাল নিজামের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক ::
  • মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
সাবেক সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।‌ মঙ্গলবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।

আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য চট্টগ্রাম-১৩ আনোয়ারা কর্ণফুলী আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সরওয়ার জামাল নিজাম।

মঙ্গলবার সরোয়ার জামাল নিজামের একান্ত সচিব আখতার উন নবী চৌধুরীর সাক্ষরিত সংবাদপত্রে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সরওয়ার জামাল নিজাম বলেন, আবদুল্লাহ আল নোমান ছিলেন চট্টগ্রামের গণমানুষের নেতা। তিনি চট্টগ্রামের উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন। বিশেষ করে চট্টগ্রামের শিক্ষাখাত বদলে দিয়েছেন আবদুল্লাহ আল নোমান।

তিনি বলেন, আব্দুল্লাহ আল নোমান একজন সৎ, নীতিবান ও আপোষহীন রাজনীতিবিদ। মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে তিনি স্থানীয় রাজনীতি থেকে জাতীয় পর্যায়ের নেতায় পরিণত হয়েছেন। দেশ ও জনগণের কল্যাণে তিনি আজীবন নিষ্ঠার সাথে কাজ করেছেন। বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই তিনি গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং দেশবাসীর কাছে ছিলেন অত্যন্ত জনপ্রিয়। তিনি সবসময় দুঃখী ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং তাদের অধিকার আদায়ে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। তার নেতৃত্বগুণ, বিচক্ষণতা ও মানুষের প্রতি ভালোবাসা বিএনপি’র রাজনীতিতে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। দেশ ও জাতির কল্যাণে তার অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে, যা সহজে পূরণ হওয়ার নয়।

শোকবার্তায় তিনি মরহুম আব্দুল্লাহ আল নোমান-এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর