রবিবার, ০৯ মার্চ ২০২৫, ০৯:৩৯ অপরাহ্ন

‘পার্বত্যাঞ্চলে সম্প্রীতি বজায় রাখতে সকলকে কাজ করতে হবে’

নিজস্ব প্রতিবেদক ::
  • শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
‘পার্বত্যাঞ্চলে সম্প্রীতি বজায় রাখতে সকলকে কাজ করতে হবে’

গৌতম বুদ্ধের মহান বাণী ‘অহিংসা পরম ধর্ম’ ও ‘জগতের সকল প্রাণী সুখী হোক’ পৃথিবীর সকল সম্প্রদায়ের মাঝে সম্প্রীতির বন্ধন সৃষ্টি সহায়ক বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী খাগড়াছড়ি ২০৩ পদাতিক ডিভিশনের বিদায়ী রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) খাগড়াছড়ির দীঘিনালা বন বিহারের আবাসিক ভিক্ষু প্রয়াত জীবনসার মহাস্থিবরের অন্ত্যেষ্টিক্রিয়া উপলক্ষে স্মরণসভা ও মাঙ্গলিক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘ধর্মের বাণী মানুষের মাঝে ভ্রাতৃত্ব বোধ গঠন করতে সাহায্য ও সহযোগিতার মনোভাব তৈরি করে। হিংসা বিদ্বেষ ভুলে সমাজ ও দেশের মধ্যে শান্তি সম্প্রীতির মেলবন্ধন সৃষ্টি করে।’

ব্রিগেডিয়ার জেনারেল বলেন, ‘পার্বত্য অঞ্চলে শান্তি সম্প্রীতি বজায় রাখতে সকল সম্প্রদায়কে মিলেমিশে কাজ করতে হবে। এ জন্য বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের দীঘিনালা জোন কাজ করে যাচ্ছে এবং তা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসানের সহধর্মিণী, দীঘিনালা জোন কমান্ডার লে. কর্নেল মো. ওমর ফারুক, বোয়ালখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, কবাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিশ্বকল্যাণ চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর