রবিবার, ০৯ মার্চ ২০২৫, ০৯:৩৯ অপরাহ্ন

চন্দনাইশে অবৈধ ‘ক্রস ফিলিং’ গুদামে এবার সেনা অভিযান

চন্দনাইশ প্রতিনিধি ::
  • শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২
চন্দনাইশে অবৈধ ‘ক্রস ফিলিং’ গুদামে এবার সেনা অভিযান

চট্টগ্রামের চন্দনাইশে অবৈধ ও ঝুঁকিপূর্ণ ‘ক্রস ফিলিং’ (এক সিলিন্ডার থেকে আরেকটাতে গ্যাস ভরা) এর গুদামে অভিযান চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। পরে এক হাজার ছয়শ ৭২টি খালি গ্যাস সিলিন্ডার ও একটি পিকআপ ভ্যান জব্দ করেছেন উপজেলার প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চন্দনাইশ ক্যাম্পে দায়িত্বরত মেজর ফজলে রাব্বির নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। পরদিন শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে সিলিন্ডার ও পিকআপ ভ্যান জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। তবে তার আগে আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।

উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা জানান, অবৈধ ও ঝুঁকিপূর্ণ উপায়ে সিলিন্ডারে গ্যাস ক্রস ফিলিংয়ের মাধ্যমে বিভিন্ন কোম্পানির নকল স্টিকার ব্যবহার করে সিলিন্ডারগুলো বাজারজাত করছে মেসার্স নুসরাত এন্টারপ্রাইজ, গোপনে এমন খবর পেয়ে গুদামটিতে অভিযান পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানে অবৈধ ও ঝুঁকিপূর্ণ উপায়ে বড় থেকে ছোট বোতলে গ্যাস ক্রস ফিলিং করার সত্যতা পাওয়া গেছে।

তিনি জানান, তবে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। এ সময় এক হাজার ছয়শ ৭২টি খালি গ্যাস সিলিন্ডার জব্দ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চন্দনাইশ উপজেলার প্রতিনিধি হাসনাত আবদুল্লাহর জিম্মায় রাখা হয়। একই সঙ্গে সিলিন্ডার আনা-নেওয়ার কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করে ভ্রাম্যমাণ আদালতে হেফাজতে নেয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে লাইসেন্স ছাড়া অবৈধ ও ঝুঁকিপূর্ণ উপায়ে সিলিন্ডারে গ্যাস ক্রস ফিলিং করছেন স্থানীয় মেসার্স নুসরাত এন্টারপ্রাইজের মালিক। এর আগে ২০২২ সালে একই কারণে প্রতিষ্ঠানের মালিককে জরিমানা করেন উপজেলা ভ্রাম্যমাণ আদালত। তারপরও এই প্রতিষ্ঠানের মালিক তার অবৈধ ও ঝুঁকিপূর্ণ কাজ চালিয়ে যাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর