রবিবার, ০৯ মার্চ ২০২৫, ০৯:৪০ অপরাহ্ন

সামারসেট ক্রিকেট একাডেমির সিনিয়র ভাইস চেয়ারম্যান মনোনীত হলেন দিদার হোসেন

নিজস্ব প্রতিবেদক ::
  • শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮
সামারসেট ক্রিকেট একাডেমির সিনিয়র ভাইস চেয়ারম্যান মনোনীত হলেন দিদার হোসেন

সামারসেট ক্রিকেট একাডেমির সিনিয়র ভাইস চেয়ারম্যান মনোনীত করা হয়েছে সাবেক ছাত্রনেতা, ক্রীড়া সংগঠক দিদার হোসেনকে। চট্টগ্রামের অনেক তরুণ ক্রিকেট খেলোয়াড়দের ক্রিকেট প্রশিক্ষণের হাতেকড়ি সামারসেট ক্রিকেট একাডেমির মাধ্যমে।

দিদার হোসেন সাতকানিয়া উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য ও চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাধারন সম্পাদক। এর আগে দিদার হোসেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য ও সাতকানিয়া উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন। ছাত্র জীবন থেকে ক্রীড়ার সাথে সম্পৃক্ত ছিলেন তিনি।

সামারসেট ক্রিকেট একাডেমির প্রশিক্ষণ কার্যক্রম আয়োজন গতিশীল করতে নতুন ভাবে পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে চেয়ারম্যান করা হয়েছে সাবেক ক্রিকেটার চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি হায়দার খানকে।

ভাইস চেয়ারম্যান করা হয়েছে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ন সম্পাদক কাজী তাইফুর জুনায়েদ তানিম, আনোয়ার হোসেন, শওকত জামিল, শাহাদাত হোসেন নয়ন, মো: শাহেদ হোসেন, মো: বিপ্লব রানা।

একাডেমির উন্নয়নে ও বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ সহ উন্নত প্রশিক্ষণের ধারাবাহিকতা বজায় রাখা নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিধান্ত নেওয়া হয়। এসময় একাডেমির কর্মকর্তা ও খেলোয়াড়েরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর