গাজায় চলমান ইসরায়েলি হামলার প্রতিবাদে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম আইন কলেজ ছাত্রদল। মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেল ৫টার দিকে কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে মিছিলটি আন্দরকিল্লা মোড়ে গিয়ে শেষ হয়।
প্রতিবাদ কর্মসূচিতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম আইন কলেজ ছাত্রদলের আহবায়ক মোহাম্মদ ইদ্রিচ এবং পরিচালনা করেন সংগঠনের সদস্য মো. ইব্রাহিম।
বক্তব্যে আহবায়ক মোহাম্মদ ইদ্রিচ বলেন, ‘ইসরায়েলি ইহুদিবাদী সরকারপ্রধান নেতানিয়াহু গাজা ও রাফায় শিশুদের লক্ষ্য করে নির্মম হত্যাযজ্ঞ চালাচ্ছে। প্রতি বছর রমজান মাসে এ বর্বরতা আরও বেড়ে যায়। মা-বোন, শিশু, সাংবাদিক, চিকিৎসক— কেউই রেহাই পাচ্ছে না। গোটা বিশ্বের বিবেক আজ এই নৃশংসতার বিরুদ্ধে জেগে উঠেছে। অথচ নেতানিয়াহু নির্লজ্জের মতো যুক্তরাষ্ট্রে গিয়ে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করছে।’
তিনি আরও বলেন, ‘চলমান গণহত্যা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সক্রিয় হতে হবে। ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে জাতিসংঘসহ বিশ্ব নেতৃবৃন্দকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।’
বিক্ষোভ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। তারা ‘গাজা বাঁচাও’, ‘ফিলিস্তিনিদের মুক্তি চাই’, ‘ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে রুখে দাঁড়াও’ —এমন স্লোগানে শহরের আন্দরকিল্লা মোড় প্রকম্পিত করে তোলেন।
ছাত্রদলের নেতারা ঘোষণা দেন, গাজায় ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তারা দেশের বিভিন্ন স্থানে শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাবেন।