বাংলাদেশ জাতীয়তাবাদী মোটরচালক দল আনোয়ারা উপজেলা শাখার ১০১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সম্প্রতি চট্টগ্রাম দক্ষিণ জেলা মোটরচালক দলের সভাপতি আবদুর রহিম ও সাধারণ সম্পাদক জসিম উদ্দীন সিকদার এই কমিটির অনুমোদন দেন।
কমিটিতে সভাপতি পদে সাবেক ছাত্রনেতা নুরুল আলম খাঁনকে সভাপতি, সাবেক ছাত্রনেতা এমদাদুল হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
এছাড়াও সিনিয়র সহসভাপতি মো. আবু তাহের, যুগ্ম সম্পাদক মো. মোকাররম, সাংগঠনিক সম্পাদক মো. দিদার, প্রচার সম্পাদক মো. রাসেল, দপ্তর সম্পাদক মো. শরীফ, ক্রীড়া সম্পাদক মো. আনিছ, অর্থ সম্পাদক ফজল করিমসহ ১০১ সদস্য বিশিষ্ট এ কমিটিতে উপজেলার ১১ ইউনিয়নের জাতীয়তাবাদী আদর্শের লোকদের সমন্বয়ে গঠন করা হয়।
দ্রুত সময়ের মধ্যে ১১ ইউনিয়নে মোটর চালক দলের কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন নবনির্বাচিত সভাপতি নুরুল আলম খাঁন।