রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৬:৪৫ পূর্বাহ্ন

ইসরাইলের নৃশংসতা বিশ্ব মানবতাকে ক্ষতবিক্ষত করছে : মীর হেলাল

নিজস্ব প্রতেবদক
  • বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ১৮

ফিলিস্তিনে ইসরাইলি বাহিনীর বর্বর সন্ত্রাসী হামলার প্রতিবাদে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে নগরীর ২ নম্বর গেট বিপ্লবী উদ্যানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে অনুষ্ঠিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু এবং সঞ্চালনা করেন সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, ‘ইসরাইলের নৃশংসতা বিশ্ব মানবতাকে ক্ষতবিক্ষত করছে। এটি শুধু মুসলিম নয়, পুরো মানবজাতির বিরুদ্ধে অপরাধ। জাতিসংঘের নীরবতা এই হামলাকারীদের উৎসাহ দিচ্ছে। আমরা চাই ইসরাইলকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করা হোক।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের জনগণকে ইসরাইলি পণ্য বর্জনের মাধ্যমে প্রতিবাদ জানাতে হবে।’

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন, ৪২ নম্বর নাসিরাবাদ ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শায়েস্তা উল্লাহ চৌধুরী এবং সাধারণ সম্পাদক মো. হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা ফিলিস্তিনের জনগণের পাশে দাঁড়ানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান এবং অবিলম্বে ইসরাইলের আগ্রাসন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর