রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ১২:০১ পূর্বাহ্ন

চারপ্রার্থী নারীকে নিয়ে আপত্তিকর অডিও ফাঁস, বিএনপি নেতাকে ঘিরে বিতর্ক

নিউজ ডেস্ক
  • শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

নোয়াখালীর সুবর্ণচরে বিচারপ্রার্থী এক নারীর সঙ্গে বিএনপি নেতা আলাউদ্দিনের আপত্তিকর ও অশ্লীল কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। গত বৃহস্পতিবার (২৪ এপ্রিল) থেকে অডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে সর্বত্র সমালোচনার ঝড় ওঠে। অডিওটিতে আলাউদ্দিনের একটি বিবস্ত্র ছবিও যুক্ত করা হয়েছে।

আলাউদ্দিন সুবর্ণচর উপজেলার চর ওয়াপদা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। ফাঁস হওয়া অডিও রেকর্ড শুনে বিএনপি নেতাকর্মী থেকে শুরু করে অনেকে সেটি ফেসবুকে শেয়ার দিয়ে আলাউদ্দিনের সমালোচনা করছেন।

৪ মিনিটি ১৮ সেকেন্ডের ফাঁস হওয়া অডিওটিতে ওই নারীর সঙ্গে সালিসের বিভিন্ন বিষয় আলাপ করেন তিনি এবং একান্তে পাওয়ার অভিব্যক্তি প্রকাশ করেন। এছাড়া কিছু অশ্লীল কথোপকথন রয়েছে। এক পর্যায়ে বিচারপ্রার্থী নারীকে নিজের বাড়িতে রাতে বেলায় আসার কথা বলেন। অপরদিক থেকে ওই নারী সম্মতি দিয়ে একা বের হতে পারলে আসবেন বলে জানান এবং যাতায়াতের রাস্তা জিজ্ঞেস করেন। পুরোটা অডিওতে দুইজনকেই বেশ হাসিমুখে কথা বলতে শোনা যায়।

জানা গেছে, গত বুধবার (২৩ এপ্রিল) অনৈতিক সম্পর্কের ভিডিও ভাইরাল হওয়ায় উপজেলা বিএনপির সহ-সভাপতি কাজী আলমগীরকে বহিষ্কার করা হয়েছে। এদিকে বিএনপি নেতা আলাউদ্দিনের আপত্তিকর ও অশ্লীল কথোপকথনের অডিও ভাইরাল হওয়ায় তার শাস্তির দাবি জানান নেটিজেনরা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএনপি নেতা বলেন, অডিওটি একজন বিচারপ্রার্থীর। যার বাড়িতে আলাউদ্দিনের যাতায়াত আছে। তিনি সালিসের কথা বলার পাশাপাশি সেই নারীকে ভোগ করার কথা বলেছেন। এখানে আলাউদ্দিন চরিত্রহীনতার পরিচয় দিয়েছেন। অসহায় মানুষ সাহায্য চাইলে যদি এমন হীন কাজ করা হয় তাহলে বিএনপির সম্মান আর রইলো না। আমরা তার যথাযথ বিচার চাই।

এদিকে অডিওটি ষড়যন্ত্রমূলকভাবে প্রচার করা হচ্ছে দাবি করে আলাউদ্দিন বলেন, আমার দুইটা মেয়েকে বিয়ে দিয়েছি। আমার সমাজে মানসম্মান আছে। আমার পদ চলে যাবে তাতে আমার আপত্তি নাই। তবে সত্য হলো এই অডিও অনেক পুরাতন। আমাকে ব্ল্যাকমেইল করা হয়েছে। যারা করেছে তাদের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে, দল তাদের বহিষ্কার করেছে।

এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এবিএম জাকারিয়া বলেন, এটা ভুয়া অডিও। এ বিষয়ে আমাদের কাছে অভিযোগ এসেছে। যারা এটি প্রচার করেছে তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে। বর্তমানে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে আবার এটি প্রচার করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর