চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ বলেছেন, বিগত ১৭বছর সাধারণ মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। বিএনপি নেতাকর্মীরা সাধারণ মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য লড়াই সংগ্রামে অংশগ্রহণ করে জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছে। সাধারণ মানুষ যেমন তার অধিকার থেকে বঞ্চিত হয়েছে বিএনপি নেতাকর্মীরাও তাদের মানবিক ও সামাজিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরশাসকের পলায়নের পর এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য বিএনপি নেতাকর্মীরা আপনাদের পাশে আছে।
তিনি বলেন, বিএনপির ৩১ দফার অন্যতম দফা হচ্ছে এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা স্বনির্ভর রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠা করা। প্রত্যেক মহিলার ফ্যামিলি কার্ডের আওতায় নিয়ে আসা। প্রত্যেকটা বেকার যুবককে বিনা সুদের লোনের ব্যবস্থা করে ব্যবসার সুযোগ-সুবিধা করে দেওয়া। দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন এবং স্বনির্ভর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করাই বিএনপির রাজনীতি। রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়ন হলে এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে।
আজ শনিবার (২৬ এপ্রিল) বিকেলে ৪২ নং নাসিরাবাদ সাংগঠনিক ওয়ার্ড বিএনপির উদ্যোগে পলিটেকনিক রাস্তার মোড় থেকে শুরু হয়ে মোজাফফরনগর রূপসী হাউজি এলাকায় সাধারণ মানুষের মাঝে ও এলাকায় মহিলাদের মাঝে বিএনপি’র রাষ্ট্র মেরামত ও জন সম্পৃক্ততার ৩১ দফার লিফটের বিতরণকালে এসব কথা বলেন।
লিফলেট বিতরণ শেষে পলিটেকনিক মোডে ৪২নং নাসিরাবাদ ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি শায়েস্তা উল্লাহ চৌধুরী সভাপতিত্বে সাবেক সাধারণ সম্পাদক মোঃ হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল হাই, ৪২নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সহ সভাপতি আব্দুল বাতেন, ইউনুস হাজী, মজিবুর রহমান, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মোঃ হাসান, আব্দুল মান্নান, কামাল হোসেন, খুলশী থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বিল্লাল হোসেন বাবু, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আজিজ আজম, পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নুরুল কবির পলাশ, সদস্য ওমর ফারুক ,ব্যারিষ্টন ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সংগঠক আসলাম হোসেন পাপ্পু, মাহবুব আলম মাইনুদ্দিন, জালাল উদ্দিন পলিটেকনিক ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহারুল আল রাফি, সাব্বির, সাগরসহ নেতৃবৃন্দ।