চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সরওয়ার আলমগীর বলেছেন, আমাদের ফটিকছড়ি বিএনপির ঘাঁটি। এখানে অনেক গুনী জ্ঞানী নেতৃবৃন্দের জন্ম হয়েছে। যারা ফটিকছড়িকে বিএনপির ঘাঁটিতে পরিণত করতে অক্লান্ত পরিশ্রম করেছেন।
তিনি বলেন, নুরুল আজাদ শহীদ জিয়ার খুনি জেনারেল মঞ্জুকে জনতাকে নিয়ে যেই সাহসী ভূমিকা রেখেছেন আমরা কখনো ভুলবো না। তার সাহস সেই দিন বাংলাদেশের একটি ইতিহাস রচিত হয়েছে। এই বীরকে হারিয়ে ফটিকছড়ির মানুষ শোকে কাতর। তিনি ছিলেন দলের নিবেদিত প্রাণ সব সময় সে ছিলেন দলের প্রতিটি নেতাকর্মীদের নিয়ে দলের প্রতিটি প্রোগ্রামে বিভিন্ন ভাবে সাহায্য করতেন।
আজ শুক্রবার ফটিকছড়ি উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলার সানমুন কমিউনিটি সেন্টারে উপজেলা বিএনপির প্রয়াত নেতৃবৃন্দের স্বরণে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মাহবুবুল আলম চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য মোবারক হোসেন কাঞ্চন, নাজিম উদ্দীন শাহীন, ফরিদ চেয়ারম্যান, বদিউল আলম তালুকদার, মো: এমরান, মহিউদ্দিন আজম তালুকদার, নুরুল হুদা, আবু আজম তালুকদার, শহীদুল আজম চেয়ারম্যান, জালাল উদ্দিন,আবু মেম্বার, আবুল খায়ের, ইলিয়াস জসিম, এনাম উদ্দিন, দিদারুল আলম চৌধুরী, জাফর, হাফেজ জয়নাল, ডা: নাজিম উদ্দীন, এস এম আবু মনসুর, নাসির উদ্দীন, এনামুল হক, নুরুল আফসার, খালেদ মাহমুদ বাবুল, ওহিদুল আলম, নুরুল ইসলাম মেম্বার, আবুল বশর, আলা উদ্দিন চৌধুরী, মহিবুল্লাহ বাহার, নাজিমুল হক লিটন, হাসান, শামীম আলমগীর রুবেল, দৌলত মিয়া, আমান, হানজালা চৌধুরী, মোজাহারুল ইকবাল লাভলু, একরামুল হক, তারেক, সৌরভ উদ্দিন চৌধুরী, মো: আলী, মহিন উদ্দিন, রশিদ চৌধুরী, ফাহিম আহম্মদ, ফরহাদ, মঈনু, মাহফুজ, আকবর, কাদের, আরমান, জব্বার, সাইফুল, আফসার, মোরশেদুল আফসার লিটু, সুমন, আলা উদ্দিন, ইব্রাহিম, জুয়েল প্রমুখ।