রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ১২:৩৭ পূর্বাহ্ন

অসুস্থ বিএনপি নেতা ইদ্রিস মিয়াকে দেখতে গেলেন কেন্দ্রীয় নেতা মীর হেলাল

নিজস্ব প্রতিবেদক ::
  • শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
অসুস্থ বিএনপি নেতা ইদ্রিস মিয়াকে দেখতে গেলেন কেন্দ্রীয় নেতা মীর হেলাল

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব ইদ্রিস মিয়া অসুস্থ হ‌ওয়ায় তাঁর শারীরিক অবস্থার খবর নিতে পটিয়া উপজেলার ছনহরাস্থ গ্রামের বাড়িতে গেছেন বিএনপি’র কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন। আজ শনিবার তিনি নেতাকর্মীদের সাথে বিএনপির এই নেতাকে দেখতে যান।

এসময় ইদ্রিস মিয়ার শারীরিক সুস্থতা কামনা করে মীর হেলাল বলেন, যে গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন নিয়ে দেশের মানুষ জীবন দিয়ে বিপ্লব ঘটিয়েছে তা আজ গভীর ষড়যন্ত্রের মধ্যে দিয়ে যাচ্ছে। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে বিএনপি সবসময় গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অটল ছিল এবং ভবিষ্যতেও থাকবে। প্রয়োজনে আবার রক্ত দেয়ার জন্য দেশের মানুষ প্রস্তুত রয়েছে। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়তে দেশবাসী ঐক্যবদ্ধ। যারা নির্বাচন বিলম্বিত করতে ফ্যাসিবাদী কায়দায় বক্তব্য দিচ্ছে তাদেরকে জনগণ চিহ্নিত করে রাখছে। জনগণ সঠিক সময়ে রাজপথে জবাব দিবে।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহবায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ, চট্টগ্রাম দক্ষিন জেলা বিএনপি সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন, যুগ্ম আহবায়ক মিসকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বেলায়েত হোসেন বুলু, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আকবর আলী, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, সাবেক চেয়ারম্যান আজিজুল হক চৌধুরী, বদরুল খায়ের চৌধুরী, জামাল হোসেন, সাইফুদ্দীন সালাম মিঠু প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর